fbpx
ইনস্টাগ্রাম পোস্ট দেখতে লাগবে না অ্যাকাউন্ট

ইনস্টাগ্রাম পোস্ট দেখতে লাগবে না অ্যাকাউন্ট

Last Updated on April 25, 2024 by Admin

ইনস্টাগ্রাম পোস্ট দেখতে লাগবে না অ্যাকাউন্ট
সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর মধ্যে অন্যতম হলো ‘ইনস্টাগ্রাম’। যে কোনো মজার, বা গুরুত্বপূর্ণ মুহূর্ত শেয়ার করার জন্য অনেকেরই পছন্দ ইনস্টাগ্রাম। অনেকেই আছেন ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট খুলতে চান না, কিন্তু পোস্ট দেখতে চান।
সেজন্য উপায়ও আছে। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকলেও অন্যদের পোস্ট দেখা যাবে।
যদি কেউ ফোনে ইনস্টাগ্রামের অ্যাপ ব্যবহার করেন, তবে সেজন্য অবশ্যই অ্যাকাউন্টের প্রয়োজন হবে। কিন্তু, অ্যাকাউন্ট ছাড়াও কয়েকটি সহজ ধাপে ওয়েব ব্রাউজারে করে পোস্ট দেখা যবে। চলুন, জেনে নেয়া যাক কিভাবে দেখবেন-প্রথমে একটি পিসি বা মোবাইল ডিভাইসের ওয়েব ব্রাউজারে,https://www.instagram.com/username  অ্যাড্রেসটি টাইপ করুন। শুধু, যে ব্যক্তির প্রোফাইল দেখতে চান সেই প্রোফাইলের নাম বা ইউজারনেম লিখুন।
প্রোফাইল লোড হয়ে গেলে, ভিডিও বা ছবি দেখার জন্য তার ওপরে ট্যাপ করুন। কিছু-কিছু ক্ষেত্রে ছবির ওপরে রাইট ক্লিক করলে অথবা ট্যাপ করে ধরে রাখলেও হবে।
এবার পপ-আপ অপশন থেকে ‘ওপেন ইমেইজ ইন নিউ ট্যাব’, অথবা ‘ওপেন লিংক ইন নিউ ট্যাব’ বা শুধু ‘ওপেন’ অপশনে ট্যাপ করলেই, ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লগইন বা সাইনআপ ছাড়াই ছবিট দেখা যাবে।
পরের পৃষ্ঠা থেকেই, ছবিটি দেখতে পারেন। আর ভিডিওর ক্ষেত্রে, সেটি চালানোর জন্য প্লে অপশনে ক্লিক করতে হবে। এ ছাড়া, নিচের দিকে স্ক্রল করে পোস্টের কমেন্টস ও দেখতে পাবেন ব্যবহারকারী।
তবে, কারো যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে, তবে কোনও পোস্টে মন্তব্য করতে পারবেন না, নিজের ছবি পোস্ট করতে পারবেন না। অন্য মানুষের প্রোফাইল দেখা ছাড়া কোনো ফিচারই ব্যবহার করা যাবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *