fbpx
ঠিকানা লেখার নিয়ম

ঠিকানা লেখার নিয়ম ।। ইংরেজিতে ঠিকানা লেখার নিয়ম, বাংলায় ঠিকানা লেখার নিয়ম এবং চিঠির খামে ঠিকানা লেখার নিয়ম

Last Updated on January 26, 2023 by Engineers

ঠিকানা লেখার নিয়ম ।। ইংরেজিতে ঠিকানা লেখার নিয়ম, বাংলায় ঠিকানা লেখার নিয়ম এবং চিঠির খামে ঠিকানা লেখার নিয়ম

ঠিকানা সঠিকভাবে লেখার গুরুত্ব অনেক অনেক বেশি। ঠিকানা ভুল হলে হারিয়ে যেতে পারে আপনার ইম্পর্ট্যান্ট ডকুমেন্টস বা লেটার। চলুন জেনে নেই ইংরেজিতে ঠিকানা লেখার নিয়ম , বাংলায় ঠিকানা লেখার নিয়ম এবং চিঠির খামে ঠিকানা লেখার নিয়ম।

ইংরেজিতে ঠিকানা লেখার নিয়মঃ

ঠিকানা সাধারণ ছোট থেকে বড় লিখতে হয়। যেমনঃ প্রথমে থাকবে বাসা নাম্বার, এর পর থাকবে রোড নাম্বার, এর পর থাকবে সেক্টর বা ওয়ার্ড নাম্বার। এর পর থাকবে ইউনিয়ন এর নাম। এর পর থানা এবং পোস্ট অফিসের নাম। সবার শেষে থাকবে জেলার নাম ও কোড।

নিচে একটি উদাহরণ দেখানো হলঃ

Flat#6(B), House#07, Road#11, Sector-3, Uttara,Dhaka-1230 । 

এইটা সাধারণত শহরের বেসিক ঠিকানা লেখার একটা স্টান্ডার্ড ফরমেট। যেহেতু গ্রামে কোনো সেক্টর বা রোড নাই সেহেতু গ্রামের ঠিকানা লেখার ফরমেট হবে এরকমঃ

House#04, Ward No. 04, Union- Kollanpur, Post Office: Kollanpur , Post Office: Metropolitan, Sardia, Gajipur.

Permanent Address, Present Address এর ক্ষেত্রেঃ 

Permanent Address: House# X, Road# X, Post Office: X, Thana: X, District: Y

Present Address: House# X, Road# X, Post Office: X, Thana: X, District: Y

এছাড়া ঠিকানা লেখার আরো অনেক মেথড আছে। যেমম ঠিকানার প্রযন্তে বা care of মাঝা মাঝে ব্যবহার করা হয়। যদি পত্র লেখক কারো কেয়ারে থাকেন তাইলে এই পদ্ধতি ব্যবহার করা হয়।

বাংলায় ঠিকানা লেখার নিয়ম:

আপনি প্রথমে আপনার বাড়ি নাম্বার দেবেন। পরে ভিলেজ, পরে পোস্ট অফিস ও থানা পরে উপজেলা। শেষে জেলা। পরে যা যা লাগে সেগুলো দিতে পারেন। আর অবশ্যই পর পর কমা দিতে হবে। প্রয়োজনে থানা কোড,জিপ কোড দিতে হবে। যেমন–

গ্রাম=

পোস্ট অফিস=

থানা=

উপজেলা=

জেলা=

দুটি ঠিকানা অর্থাৎ স্থায়ী ঠিকানা এবং অস্থায়ী ঠিকানা হলে ঠিকানা যেভাবে লিখতে পারেনঃ

স্থায়ী ঠিকানা বা বর্তমান ঠিকানাঃ

গ্রাম=

পোস্ট অফিস=

থানা=

উপজেলা=

জেলা=

স্থায়ী ঠিকানাঃ

গ্রাম=

পোস্ট অফিস=

থানা=

উপজেলা=

জেলা=

সংক্ষেপে ও লেখা যায় অনেক ক্ষেত্রে বিশেষ করে ডাকটিকিটের খামে তবে জীবনবৃত্তান্তে নয়। সংক্ষেপে লেখার নিয়ম হলো….

জেলার নাম, উপজেলার নাম, পোষ্ট অফিস, মহল্লার নাম, রোড নং/ফ্লাট / ফ্লট নং ইত্যাদি

চিঠির খামে বা ডাকটিকিটে ঠিকানা লেখার নিয়মঃ

চিঠির খামের দুইটি অংশ থাকে। একটি প্রেরক এবং অপরটি প্রাপক। যিনি চিঠি লিখবেন বা যে ঠিকানা থেকে চিঠি পাঠানো হবে সেটি প্রেরক অংশে লিখতে হবে। এবং যার কাছে চিঠি পাঠানো হবে না যে ঠিকানায় চিঠি পাঠানো হবে সেটি প্রাপক অংশে লিখতে হবে।

খামের বাম পাশেঃ

প্রেরক, (যার নিকট হতে চিঠিটা যাবে)

মোঃ আমিন রহমান

পিতার নামঃ মোঃ জাবের রহমান

গ্রামঃ রাখালডাঙ্গা

ডাকঘরঃ সোনামুড়ি

উপজেলাঃ মিঠাপুকুর

জেলাঃ রংপুর

এরপর, খামের ডান পাশেঃ

প্রাপক, (যার নিকট চিঠিটা যাবে)

মোঃ ইলিয়াস

পিতাঃ সামীর হোসেন

গ্রাম+ডাকঃ চুয়াডাঙ্গা

উপজেলাঃ মিঠাপুকুর

জেলাঃ রংপুর।

এভাবে লিখতে হবে।

 

ইমেইলে সিভি পাঠানোর নিয়ম

বায়োডাটা লেখার নিয়ম, জীবন বৃত্তান্ত লেখার নিয়ম, CV, Resume

দরখাস্ত লেখার নিয়মাবলী এবং আবেদন পত্র লেখার নিয়ম