fbpx
দরখাস্ত লেখার নিয়মাবলী এবং আবেদন পত্র লেখার নিয়ম

দরখাস্ত লেখার নিয়মাবলী এবং আবেদন পত্র লেখার নিয়ম

Last Updated on January 26, 2023 by Engineers

দরখাস্ত লেখার নিয়মাবলী এবং আবেদন পত্র লেখার নিয়ম

 

সভ্যতার আদিলগ্ন থেকেই দরখাস্ত বা আবেদনপত্র এর প্রচলন। সেই সূত্রে জীবনের বিভিন্ন স্তরে বিভিন্ন প্রয়োজনে আমাদের দরখাস্ত লেখার প্রয়োজন হয়। এই প্রয়োজনের তাগিদে আমাদের সঠিকভাবে জানতে হবে দরখাস্ত লেখার নিয়মাবলী । আমাদের আজকের লেখায় উপস্থাপন করবো দরখাস্ত লেখার নিয়মাবলী । এবং সেই সাথে বিভিন্ন ধরনের দরখাস্ত নিয়ে আলোচনা করবো।

প্রতিটি মানুষের জীবনের কোনো না কোনো সময়ে দরখাস্ত লেখার প্রয়োজন হয়। স্কুল কলেজ ভার্সিটি জীবনে যেমন দরখাস্ত লেখার প্রয়োজন হয় তেমনি পড়াশুনার গন্ডি পেরোনোর পর কর্ম জীবনেও দরখাস্ত লেখার প্রয়োজন হয়। এই দরখাস্ত লেখার জন্য মানুষের দ্বারে দ্বারে না ঘুরে আপনিও সঠিক এবং প্রফেশনাল ভাবে দরখাস্ত লেখার নিয়মাবলী শিখে নিতে পারেন।

একজন শিক্ষার্থীর বিভিন্ন কারনে দরখাস্ত লিখতে হতে পারে। যেমন, অনুপস্থিতির জন্য ছুটির আবেদন, জরিমানা মওকুফ এর জন্য আবেদন, অসুস্থতার জন্য ছুটির আবেদন, বিনাবেতনে অধ্যায়নের জন্য আবেদন, উপবৃত্তির জন্য আবেদন ইত্যাদি।  তেমনি একজন চাকরিজীবির জন্য বিভিন্ন ক্ষেত্রে দরখাস্ত লেখার প্রয়োজন হয় যেমন, অফিসিয়াল ছুটির আবেদন,চাকরি থেকে অব্যবহিত পত্র, সহকারী শিক্ষক পদে চাকরির দরখাস্ত ইত্যাদি। এই সকল দরখাস্ত লেখার জন্য সঠিকভাবে দরখাস্ত লেখার নিয়মাবলী জেনে নেওয়া জরুরি।

সূচী সমূহঃ

১.দরখাস্ত লেখার নিয়মাবলী ।

২.দরখাস্ত লেখার নমুনা প্রয়োজনীয় দরখাস্তের নিয়ম ও নমুনা।

৩.শিক্ষাজীবনে প্রয়োজনীয় দরখাস্তের নিয়ম ও নমুনা।

৩.০১অনুপুস্থিতির জন্য ছুটির আবেদন ( স্কুল ও কলেজ )।

৩.০২.ছাড়পত্রের জন্য দরখাস্ত লেখার নিয়ম।

৩.০৩.জরিমানা মওকুফের জন্য দরখাস্ত লেখার নিয়ম।

৩.০৪.অগ্রীম ছুটির দরখাস্ত।

৩.০৫.অসুস্থতার জন্য ছুটির আবেদন।

৩.০৬.বিনা বেতনে অধ্যয়নের জন্য দরখাস্ত লেখার নিয়ম।

৩.০৭.প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত।

৩.০৮.উপবৃত্তির জন্য আবেদন।

৪.চাকরির দরখাস্ত লেখার নিয়ম।

৪.০১.চাকরির আবেদন পত্রের নমুনা।

৪.০২.সহকারী শিক্ষক পদে চাকরি দরখাস্ত লেখার নিয়ম।

৪.০৩.অফিসে ছুটির আবেদন (অগ্রিম ছুটি)।

৪.০৪.অফিসে ছুটির আবেদন (অনুপস্থিত থাকার জন্য)।

৪.০৫.কম্পিউটার অপারেটর পদে চাকরির দরখাস্ত লেখার নিয়ম।

৪.০৬.গার্মেন্টসে অনুপুস্তিতির জন্য ছুটির আবেদন লেখার নিয়ম।

৪.০৭.ইংরেজিতে অফিসিয়াল ছুটির দরখাস্ত লেখার নিয়ম (অগ্রিম)।

৪.০৮.ইংরেজি অফিসিয়াল ছুটির আবেদন করার নিয়ম (অনুপস্থিতির জন্য)।

৪.০৯.ইংরেজিতে ব্যাংকে দরখাস্ত লেখার নিয়ম।

৪.১০.চাকরি থেকে অব্যবহিতপত্র নমুনা (ছাড়পত্র)।

৪.১১.ইংরেজিতে চাকরি ছাড়ার দরখাস্ত (Resignation letter)।

৫.কি কি কারনে দরখাস্ত বাতিল হতে পারে।

 

১. দরখাস্ত লেখার নিয়মাবলী

দরখাস্ত লেখার জন্য নির্ধারিত কিছু নিয়ম অবশ্যই অনুসরন করতে হয়। যেকোনো ধরনের আবেদনের ক্ষেত্রে নিম্নবর্ণিত নিয়ম অনুসরন করতে হবে।

      • আবেদনের তারিখ (যে দিন আপনি আবেদন করবেন তার তারিখ)
      • প্রাপক/বরাবর (যার নিকট আবেদন করছেন তার নাম, পদবী ও ঠিকানা)।
      • আবেদনপত্রের বিষয়।
      • সম্ভাষণ/জনাব/স্যার/ম্যাডাম ইত্যাদি।
      • আবেদনের বিষয়ে গঠনমূলক বিস্তারিত বর্ণনা।
      • আবেদনকারীর নাম, ঠিকানা।

     

২.দরখাস্ত লেখার নমুনাঃ

তারিখঃ ২১/৬/২০২১
বরাবর
প্রধান শিক্ষক
আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়
বাড্ডা, ঢাকা-১২১২

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৭ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমি গত ১৫/০৬/২১ ইং থেকে ১৯/০৬/২১ ইং পর্যন্ত অসুস্থতার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৫ দিনের ছুটি দানে বাধিত করবেন।

বিনীত নিবেদিতা
নামঃ সাদিয়া সুলতানা
শ্রেণীঃ ৭ম
রোলঃ০৩

 

৩.শিক্ষাজীবনে প্রয়োজনীয় দরখাস্তের নিয়ম ও নমুনাঃ

শিক্ষা জীবনে এমন প্রত্যেকের কোনো না কোনো সময় দরখাস্ত লেখার প্রয়োজন হয়। বিভিন্ন কারণে ছুটি নিতে, জরিমানা মওকুফ এছাড়াও আরো অনেক কারনে দরখাস্ত লিখতে হয়।তাই প্রত্যেকের উচিত দরখাস্ত লেখার সঠিক নিয়ম জেনে নেওয়া।  চলুন শিক্ষার্থীদের জন্য কিছু প্রয়োজনীয় দরখাস্ত এর নিয়ম ও নমুনা জেনে নেওয়া যাক।

 

৩.০১অনুপুস্থিতির জন্য ছুটির আবেদন ( স্কুল ও কলেজ)

তারিখঃ ২১/৬/২০২১
বরাবর
প্রধান শিক্ষক
আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়
বাড্ডা, ঢাকা-১২১২

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৭ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমি গত ১৫/০৬/২১ ইং থেকে ১৯/০৬/২১ ইং পর্যন্ত অসুস্থতার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৫ দিনের ছুটি দানে বাধিত করবেন।

বিনীত নিবেদিকা
নামঃ সাদিয়া সুলতানা
রোলঃ০৩

৩.০২.ছাড়পত্রের জন্য দরখাস্ত লেখার নিয়মঃ

তারিখঃ ২১/৬/২০২১
বরাবর
প্রধান শিক্ষক
আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়
বাড্ডা, ঢাকা-১২১২

বিষয়ঃ ছাড়পত্রের জন্য আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৭ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। আমার বাবা একজন সরকারি কর্মকর্তা। তার বর্তমান কর্মস্থল ঢাকা থেকে নোয়াখালী বদলী হয়েছে। এমতাবস্থায় আপনার বিদ্যালয়ে আমার আর অধ্যায়ন করা সম্ভব হবে না।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে সকল বকেয়া বেতন ও ফি পরিশোধ পূর্বক আমাকে ছাড়পত্র প্রদানে আপনার মর্জি কামনা করছি।

বিনীত নিবেদিত
আপনার স্নেহের ছাত্র
নামঃ রায়ান খান
শ্রেণীঃ ৭ম
রোলঃ০৩

৩.০৩.জরিমানা মওকুফের জন্য দরখাস্ত লেখার নিয়মঃ

বরাবর
প্রধান শিক্ষক
মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
শ্রীপুর, মাগুরা

বিষয়ঃ  জরিমানা মওকুফের জন্য আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৮ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। করোনার পরিস্থিতির কারনের দীর্ঘদিন আমার বাবার চাকরি ছিল না। যেখানে আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যাক্তি আমার বাবা। এমতাবস্থায় আর্থসংকটের কারণে দীর্ঘ তিন মাস বিদ্যালয়ের ফি পরিশোধ করতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে,
আমার পরিবারের আর্থিক অবস্থার কথা বিবেচনা করে জরিমানা ছাড়া সকল ফি ও বেতন প্রদানের অনুমতি দানে আপনার সদয় মর্জি কামনা করছি।

বিনীত
আপনার স্নেহময় ছাত্র
নামঃ সোলাইমান হোসেন
রোলঃ০৮

 

৩.০৪.অগ্রীম ছুটির দরখাস্ত।

বরাবর
প্রধান শিক্ষক
মধুপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
শ্রীপুর, মাগুরা

বিষয়ঃ অগ্রিম ছুটির জন্য আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৮ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আগামী ২৪/০৬/২১ ইং থেকে ২৬/০৬/২১ ইং পর্যন্ত মোট তিন দিন পারিবারিক অনুষ্ঠানের কারনবশত বিদ্যালয়ে উপস্থিত হতে পারবো না।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৩ দিনের অগ্রিম ছুটি দানে বাধিত করবেন।

বিনীত
আপনার স্নেহের ছাত্রী
নামঃ হোসনে আরা
রোলঃ০৮

 

৩.০৫.অসুস্থতার জন্য ছুটির আবেদনঃ

তারিখঃ ২১/৬/২০২১
বরাবর
প্রধান শিক্ষক
আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়
বাড্ডা, ঢাকা-১২১২

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৭ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমি গত ১৫/০৬/২১ ইং থেকে ১৯/০৬/২১ ইং পর্যন্ত ডেংগু হওয়ার কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমাকে উক্ত ৫ দিনের ছুটি দানে বাধিত করবেন।

বিনীত নিবেদিতা
নামঃ সাদিয়া সুলতানা
শ্রেণীঃ ৭ম
রোলঃ০৩

৩.০৬.বিনা বেতনে অধ্যয়নের জন্য দরখাস্ত লেখার নিয়মঃ

তারিখঃ ২১/৬/২০২১
বরাবর
প্রধান শিক্ষক
আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়
বাড্ডা, ঢাকা-১২১২

বিষয়ঃ বিনা বেতনে অধ্যয়নের জন্য আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৯ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমার বাবা একজন সামান্য বেতনের চাকরিজীবি। আমরা ৪ ভাই বোন প্রত্যেকে স্কুল,কলেজে পড়াশুনা করছি। বর্তমান দুর্মূল্যের বাজারে সংসারের খরচ মিটিয়ে আমাদের পড়াশুনার খরচ চালানো আমার বাবার পক্ষে অসম্ভব হয়ে উঠছে। এমতাবস্থায় বিদ্যালয় থেকে সাহায্য না পেলে আমার পড়াশোনা এখানেই বন্ধ হয়ে যাবে।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমাকে বিনা বেতনে অধ্যয়নের সুযোগ দিয়ে আমার ভবিষ্যৎ শিক্ষাজীবন অব্যাহত রাখতে মর্জি হয়।

বিনীত নিবেদিকা
নামঃ সাদিয়া সুলতানা
শ্রেণীঃ ৯ম
বিভাগঃ বিজ্ঞান
রোলঃ০৩

৩.০৭.প্রশংসাপত্র চেয়ে প্রধান শিক্ষকের নিকট দরখাস্তঃ

তারিখঃ ২১/৬/২০২১
বরাবর
প্রধান শিক্ষক
আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়
বাড্ডা, ঢাকা-১২১২

বিষয়ঃ প্রশংসাপত্রের জন্য আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের একজন নিয়মিত ছাত্র। ২০২১ সালে ঢাকা বোর্ড এর অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় আমি জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছি। আমি গত ৫ বছর অধ্যয়নকালে ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলাম। আমি কলেজে উচ্চ মাধ্যমিক শ্রেনীতে ভর্তি হতে ইচ্ছুক। তাই আপনার স্বাক্ষরিত একটি প্রশংসাপত্র অত্যন্ত প্রয়োজন।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে,
অনুগ্রহপূর্বক আমাকে চারিত্রিক ও শিক্ষাবিষয়ক প্রশংসাপত্র প্রদান করে বাধিত করবেন।

বিনীত নিবেদিক
নামঃ শাওন ইসলাম
এস, এস, সি উত্তীর্ণ ছাত্র
পরীক্ষার ক্রমিক নংঃ ১৩২০**

৩.০৮.উপবৃত্তির জন্য আবেদনঃ

তারিখঃ ২১/৬/২০২১
বরাবর
প্রধান শিক্ষক
আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়
বাড্ডা, ঢাকা-১২১২

বিষয়ঃ উপবৃত্তির জন্য আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি আপনার বিদ্যালয়ের ৯ম শ্রেণীর একজন নিয়মিত ছাত্রী। আমার বাবা একজন সামান্য বেতনের চাকরিজীবি। আমরা ৪ ভাই বোন প্রত্যেকে স্কুল,কলেজে পড়াশুনা করছি। বর্তমান দুর্মূল্যের বাজারে সংসারের খরচ মিটিয়ে আমাদের পড়াশুনার খরচ চালানো আমার বাবার পক্ষে অসম্ভব হয়ে উঠছে। এমতাবস্থায় বিদ্যালয় থেকে সাহায্য না পেলে আমার পড়াশোনা এখানেই বন্ধ হয়ে যাবে।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে,
আমার উপরোক্ত আর্থিক অবস্থা বিবেচনা করে আমাকে উপবৃত্তি প্রদান করে অধ্যয়নের সুযোগ দিয়ে আমার ভবিষ্যৎ শিক্ষাজীবন অব্যাহত রাখতে মর্জি প্রার্থনা করছি।

বিনীত নিবেদিকা
নামঃ সাদিয়া সুলতানা
শ্রেণীঃ ৯ম
বিভাগঃ বিজ্ঞান
রোলঃ০৩

 

৪.চাকরির দরখাস্ত লেখার নিয়মঃ

কর্মজীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন কারনে বাংলা বা ইংরেজিতে দরখাস্ত বা আবেদনপত্র লেখার প্রয়োজন হয়। সাধারণ দরখাস্ত লেখার নিয়মের তুলনায় চাকরির দরখাস্ত লেখার নিয়ম কিছুটা ব্যতিক্রম। বাংলা চাকরির আবেদন পত্রে সংযুক্তি আবশ্যক।

৪.০১.চাকরির আবেদন পত্রের নমুনাঃ

তারিখঃ ২১/০৬/২০২১

বরাবর

আর, এফ, এল

মধ্য বাড্ডা, লিংক রোড

ঢাকা-১২১২।

বিষয়ঃ সহকারী ব্যবস্থাপক পদের জন্য আবেদন।

জনাব,

যথাবিহীত সম্মান প্রদর্শণ পূর্বক বিনীত নিবেদন এই যে, গত ১৮.০৫.২০২১ইং তারিখ “দৈনিক আমার দেশ” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি মারফত জানতে পারলাম যে, আপনার প্রতিষ্ঠানে ‘‘সহকারী ব্যবস্থাপক’’ পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতাসহ প্রয়োজনীয় তথ্যাবলী আপনার সদয় বিবেচনার জন্য পেশ করলাম।

১। নামঃ মোঃ জুলহাস উদ্দীন)

২। পিতার নামঃ মোঃ তালিব উদ্দীন

৩। মাতার নামঃ সালমা আক্তার

৪। বর্তমান ঠিকানাঃ রমনা, ঢাকা।

৫। স্থায়ী ঠিকানাঃ রমনা, ঢাকা।

৬। জন্ম তারিখঃ ০৩/০৭/১৯৮৫

৭। জাতীয়তাঃ বাঙালী

৮। ধর্মঃ ইসলাম

৯। শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষার নাম বোর্ড পাশের সন প্রাপ্ত গ্রেড
এসএসসি ঢাকা ২০০৫ জিপিএ-৫
এইচএসসি ঢাকা ২০০৭ জিপিএ-৫
বিএসসি ঢাকা ২০১২ প্রথম শ্রেণী
এমএসসি ঢাকা ২০১৪ প্রথম শ্রেণী

 

১০। অভিজ্ঞতাঃ

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা আমার উলেখিত তথ্যাবলী বিবেচনা পূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ দানে আপনার মর্জি হয়।

বিনীত নিবেদক

(মোঃ জুলহাস উদ্দীন)

মোবাঃ ০১৭১*******

সংযুক্তিঃ

১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি।

২। একডেমিক সকল সনদপত্রের সত্যায়িত কপি।

৩। চারিত্রিক সনদপত্র।

৪। নাগরিকত্ব সনদপত্র।

 

৪.০২.সহকারী শিক্ষক পদে চাকরি দরখাস্ত লেখার নিয়মঃ

তারিখ-০১/০৬/২০২১ খ্রিঃ

বরাবর

সভাপতি

আলাতুন্নেছা উচ্চ বিদ্যালয়
বাড্ডা, ঢাকা-১২১২

বিষয়ঃ সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, গত ০১/০৫/২০২১ খ্রিঃ তারিখে দৈনিক “আমার দেশ” পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, সহকারী শিক্ষক পদে আপনার বিদ্যালয়ে ৫ জন লোক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট তুলে ধরলাম।

১। নামঃ মোঃ জুলহাস উদ্দীন)

২। পিতার নামঃ মোঃ তালিব উদ্দীন

৩। মাতার নামঃ সালমা আক্তার

৪। বর্তমান ঠিকানাঃ রমনা, ঢাকা।

৫। স্থায়ী ঠিকানাঃ রমনা, ঢাকা।

৬। জন্ম তারিখঃ ০৩/০৭/১৯৮৫

৭। জাতীয়তাঃ বাঙালী

৮। ধর্মঃ ইসলাম

৯। শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষার নাম বোর্ড পাশের সন প্রাপ্ত গ্রেড
এসএসসি ঢাকা ২০০৫ জিপিএ-৫
এইচএসসি ঢাকা ২০০৭ জিপিএ-৫
বিএসসি ঢাকা ২০১২ প্রথম শ্রেণী
এমএসসি ঢাকা ২০১৪ প্রথম শ্রেণী

 

১০। অভিজ্ঞতাঃ

অতএব, মহোদয়ের নিকট বিনীত আবেদন এই যে, আমকে আপনার বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পেতে আপনার একান্ত মর্জি হয়।

বিনীত

আপনার একান্ত বাধ্যগত

(মোঃ জুলহাস উদ্দীন)

মোবাঃ ০১৭১*******

সংযুক্তিঃ

১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি।

২। একডেমিক সকল সনদপত্রের সত্যায়িত কপি।

৩। চারিত্রিক সনদপত্র।

৪। নাগরিকত্ব সনদপত্র।

৫। ৫০০ টাকার পোস্টাল অর্ডার।

 

৪.০৩.অফিসে ছুটির জন্য আবেদন (অগ্রিম ছুটি)

তারিখ-২১/৬/২১ খ্রিঃ
বরাবর
ব্যবস্থাপক
সোনালী ব্যাংক লি.
রংপুর শাখা, রংপুর ।

বিষয়ঃ অগ্রিম ছুটির জন্য আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ সোনালী ব্যাংক লিঃ, রংপুর শাখা, রংপুর এ অফিসার হিসেবে কর্মরত আছি। আগামী ১২/০৭/২০২১ খ্রিঃ তারিখ আমার ছোট ভাইয়ের শুভ বিবাহ অনুষ্ঠিত হবে বিধায় ১১/০৭/২০২১ খ্রিঃ হতে ১৩/০৭/২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৩ (তিন) দিনের ছুটি ভোগ করা একান্ত প্রয়োজন।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, উপরোল্লিখিত বিষয়টি বিবেচনাক্রমে ০৩ (তিন) দিনের নৈমিত্তিক ছুটি মঞ্জুর করার জন্য সবিনয়ে আবেদন পেশ করছি।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(সুমন আহমদ)
অফিসার
সোনালী ব্যাংক লিঃ
রংপুর শাখা, রংপুর ।

 

৪.০৪.অফিসে ছুটির জন্য আবেদন (অনুপস্থিত থাকার জন্য)

তারিখ-২১/৬/২১ খ্রিঃ
বরাবর
ব্যবস্থাপক
সোনালী ব্যাংক লি.
রংপুর শাখা, রংপুর ।

বিষয়ঃ অনুপস্থিতর জন্য ছুটির আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ সোনালী ব্যাংক লিঃ, রংপুর শাখা, রংপুর এ অফিসার হিসেবে কর্মরত আছি। আমার শারিরীক অসুস্থতার কারণে গত ১১/০৬/২০২১ খ্রিঃ হতে ১৪/০৬/২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৪ (চার) দিন অফিসে উপস্থিত হতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে উপরোল্লিখিত অনুপস্থিতি কালের ০৪(চার) দিন ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয়।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(সুমন আহমদ)
অফিসার
সোনালী ব্যাংক লিঃ
রংপুর শাখা, রংপুর ।

 

৪.০৫.কম্পিউটার অপারেটর পদে চাকরির দরখাস্ত লেখার নিয়মঃ

তারিখঃ ২১/০৬/২০২১

বরাবর

সভাপতি

আল মদিনা কোং লিঃ

কাজীরবাগ, ফেনী।

বিষয়ঃ কম্পিউটার অপারেটর পদের জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে, গত ০২/০২/২০২১ খ্রিঃ তারিখে দৈনিক “bdjobs” অনলাইন পোর্টালে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, কম্পিউটার অপারেটর পদে আপনার প্রতিষ্ঠানে 3 জন লোক নিয়োগ দেওয়া হবে। আমি উক্ত পদের একজন প্রার্থী হিসেবে আমার শিক্ষাগত যোগ্যতাসহ যাবতীয় আনুষাঙ্গিক তথ্যাদি মহোদয়ের নিকট তুলে ধরলাম।

১। নামঃ মোঃ জুলহাস উদ্দীন)

২। পিতার নামঃ মোঃ তালিব উদ্দীন

৩। মাতার নামঃ সালমা আক্তার

৪। বর্তমান ঠিকানাঃ রমনা, ঢাকা।

৫। স্থায়ী ঠিকানাঃ রমনা, ঢাকা।

৬। জন্ম তারিখঃ ০৩/০৭/১৯৮৫

৭। জাতীয়তাঃ বাঙালী

৮। ধর্মঃ ইসলাম

৯। শিক্ষাগত যোগ্যতাঃ

পরীক্ষার নাম বোর্ড পাশের সন প্রাপ্ত গ্রেড
এসএসসি ঢাকা ২০০৫ জিপিএ-৫
এইচএসসি ঢাকা ২০০৭ জিপিএ-৫
বিএসসি ঢাকা ২০১২ প্রথম শ্রেণী
এমএসসি ঢাকা ২০১৪ প্রথম শ্রেণী

 

১০। অভিজ্ঞতাঃ

অতএব, মহোদয় সমীপে বিনীত প্রার্থনা আমার উলেখিত তথ্যাবলী বিবেচনা পূর্বক আমাকে উক্ত পদে নিয়োগ দানে আপনার মর্জি হয়।

বিনীত নিবেদক

(মোঃ জুলহাস উদ্দীন)

মোবাঃ ০১৭১*******

সংযুক্তিঃ

১। পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি ২ কপি।

২। একডেমিক সকল সনদপত্রের সত্যায়িত কপি।

৩। চারিত্রিক সনদপত্র।

৪। নাগরিকত্ব সনদপত্র।

 

৪.০৬.গার্মেন্টসে অনুপুস্তিতির জন্য ছুটির আবেদন লেখার নিয়মঃ

তারিখ-২১/০৬/২০২১ খ্রিঃ
বরাবর
ব্যবস্থাপক
গ্রীণ টেক্সটাইল গ্রুপ
গাজীপুর।

বিষয়ঃ অনুপস্থিতির জন্য ছুটির আবেদন।

জনাব,
সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ গ্রীণ টেক্সটাইল গ্রুপ, ময়মনসিংহ এর একজন সিনিয়র প্রোডাকশন ম্যনেজার। আমার শারিরীক অসুস্থতার কারণে গত ১১/০৬/২০২১ খ্রিঃ হতে ১৪/০৬/২০২১ খ্রিঃ তারিখ পর্যন্ত মোট ০৪ (চার) দিন অফিসে উপস্থিত হতে পারিনি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন এই যে, আমার অসুস্থতার বিষয়টি মানবিক দৃষ্টিতে বিবেচনা করে উপরোল্লিখিত অনুপস্থিতি কালের ০৪(চার) দিন ছুটি মঞ্জুর করতে আপনার সদয় মর্জি হয়।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ ফয়সাল আরেফিন)
সিনিয়র প্রোডাকশন ম্যানেজার
গ্রীণ টেক্সটাইল গ্রুপ
গাজীপুর।

৪.০৭.ইংরেজিতে অফিসিয়াল ছুটির দরখাস্ত বা আবেদনপত্র লেখার নিয়ম (অগ্রিম)

Date: 21-06-2021

To

The Manager,

Sonali Bank Ltd,

Rangpur Branch, Rangpur.

Subject: Prayer for leave of absence.

Dear Sir,

I am writing this letter to request a leave of absence from work due to an emergency at home. My father has been hospitalized. He had been suffering from acute headaches lately and his condition worsened today.

I apologize for seeking leave at such short notice, but I will have to leave for my hometown, Kustia, at the earliest. I have handed over the supervision of my work to Mr. Billal Hossain, who will keep you in the loop. In case of any query, please feel free to contact me on this number: 01611-00****

I shall be able to report to work once my father’s health condition is under control. I will keep you posted on the same. Thank you for your consideration.

Warm Regards,

Md. Sumon Ahmed

Senior Officer

Sonali Bangla Bank Ltd.

Rangpur Branch, Rangpur.

 

৪.০৮.ইংরেজি অফিসিয়াল ছুটির আবেদন করার নিয়ম (অনুপস্থিতির জন্য)।

Date: 21-06-2021

To

The Manager,

Sonali Bank Ltd,

Rangpur Branch, Rangpur.

Subject: Prayer for leave of absence.

Sir,

Yours sincerely, I am a senior officer of Sonali Bank Ltd Rangpur Branch, Rangpur. Due to my physical illness, I could not attend the office last 04 days from 11/06/2021 to 14/06/2021.

Therefore, my request to you that, you consider the matter of my illness from a human point of view and grant me 4 days’ leave of absence.

You’re Obedient

Md. Sumon Ahmed

Senior Officer

Sonali Bangla Bank Ltd.

Rangpur Branch, Rangpur.

 

৪.০৯.ইংরেজিতে ব্যাংকে দরখাস্ত বা আবেদনপত্র লেখার নিয়মঃ

Date: 21-06-2021

To

The Manager,

Sonali Bank Ltd,

Rangpur Branch, Rangpur.

Subject: Prayer for leave of absence.

Sir,

Yours sincerely, I am a senior officer of Sonali Bank Ltd Rangpur Branch, Rangpur. Due to my physical illness, I could not attend the office last 04 days from 11/06/2021 to 14/06/2021.

Therefore, my request to you that, you consider the matter of my illness from a human point of view and grant me 4 days’ leave of absence.

You’re Obedient

Md. Sumon Ahmed

Senior Officer

Sonali Bangla Bank Ltd.

Rangpur Branch, Rangpur.

 

৪.১০.চাকরি থেকে অব্যবহিতপত্র নমুনা (ছাড়পত্র)।

তারিখ-২১/০৬/২০২১ খ্রিঃ
বরাবর
ব্যবস্থাপক
গ্রীণ টেক্সটাইল গ্রুপ
গাজীপুর।

বিষয়: চাকুরী হতে অব্যাহতির জন্য আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী আপনার অধিনস্থ গ্রীণ টেক্সটাইল গ্রুপ, ময়মনসিংহ এর একজন সিনিয়র প্রোডাকশন। আমি গত ০১/০২/২০১৭  খ্রি: তারিখে উক্ত পদে যোগদান করি। বর্তমানে আমার ব্যক্তিগত সমস্যার কারণে ০১/০৭/২০২১  তারিখ হতে স্বেচ্ছায় স্ব-জ্ঞানে চাকুরী হতে অব্যাহতি পত্র প্রদান করছি।

অতএব, মহোদয়ের নিকট আকুল আবেদন অনুগ্রহপূর্বক ০১/০৭/২০২১ খ্রি: তারিখ হতে আমার অব্যাহতি পত্র গ্রহণ করিতে আপনার একান্ত মর্জি হয়।

বিনীত
আপনার একান্ত বাধ্যগত
(মোঃ ফয়সাল আরেফিন)
সিনিয়র প্রোডাকশন ম্যানেজার
গ্রীণ টেক্সটাইল গ্রুপ
গাজীপুর।

নমুনা স্বাক্ষর:

০১। …………………………………

০২। ………………………………..

০৩। ………………………………..

 

৪.১১.ইংরেজিতে চাকরি ছাড়ার দরখাস্ত (Resignation letter)

Date: 21-05-2021

To

The Manager,

Sonali Bank Ltd,

Rangpur Branch, Rangpur.

Dear Sir,

I regret to inform you that I’m resigning from my position of  Senior Officer

with  Sonali Bangla Bank Ltd. My last day of employment will be 30/06/2021, as per the terms and conditions of my employment. I hereby give 1 month’s notice of my intention to leave Sonali Bangla Bank Ltd.

I wish to take this opportunity to thank Sonali Bangla Bank Ltd for the opportunity and their professional support and wish both and the company the best of luck in the future.

Yours Sincerely,

(Md. Sumon Ahmed)

Senior Officer

Sonali Bangla Bank Ltd.

Rangpur Branch, Rangpur.

 

৫.কি কি কারনে দরখাস্ত বা আবেদনপত্র বাতিল হতে পারেঃ

দরখাস্ত বা আবেদনপত্র লেখার নিয়মাবলী অনুসরণ না করে দরখাস্ত লিখলে সেটি গ্রহনযোগ্য হবে না। নিয়মের প্রতি সর্তক থেকে দরখাস্ত লিখতে হবে। যেসব কারনে দরখাস্ত বাতিল হতে পারে-

১. নির্দিষ্ট স্থানে তারিখ, নাম না থাকলে।
২.বিষয় বস্তু স্পষ্টভাবে উপস্থাপন না হলে।
৩.নির্দিষ্ট যায়গায় স্বাক্ষর না দিলে।
৪.কর্তৃপক্ষের নির্দেশমত ফোটো না দিলে।
৫.পেশাগত বা শিক্ষাগত যোগ্যতা ঠিক মত না দিলে।
৬.আবেদনের ফি যথাযথ না দিলে।
৭.দরখাস্তের নির্ধারিত ফরম্যাট অনুসরন না করলে।
৮.দরখাস্তের নির্দিষ্ট ফরম সঠিকভাবে পূরণ না করলে।
৯.বয়স ঠিকমতো না অন্তর্ভুক্ত করলে।
১০.অভিজ্ঞতা চাওয়া হলে সেটা স্কিপ করে গেলে।
প্রমাণ পত্রাদি চাইলে তা সঠিকভাবে উপস্থাপন না  করিলে।
১১.যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট যে তারিখের ভেতর পূরণ করার কথা সেই তারিখে পূরণ না করলে।

এই সকল বিষয় গুলো সরণে রেখে এবং দরখাস্ত লেখার নিয়মাবলী অনুসরণ করে দরখাস্ত লিখতে হবে সেই সাথে দরখাস্ত হতে হবে সঠিক সুন্দর ও মার্জনীয়।

 

Interview Questions Bangla-ইন্টারভিউ বোর্ডের কমন প্রশ্ন – ৫০টি

অনলাইন আয়ের সেরা ১০ টি উপায়-(Online Income Tips Bangla)

চাকরি খোঁজার জন্য প্রয়োজনীয় কিছু ওয়েবসাইট