fbpx
ফোন চার্জে দেওয়ার সঠিক উপায় কী?

ফোন চার্জে দেওয়ার সঠিক উপায় কী?

Last Updated on April 29, 2024 by Admin

বর্তমান যুগে স্মার্টফোন অত্যন্ত দরকারি একটি জিনিস হয়ে উঠেছে। বলা যায় এটি দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। আপনি যে ফোন ব্যবহার করছেন, সেজন্য চার্জ ফুরোলেই নিয়মিত চার্জে দিতে হচ্ছে ফোন। তবে আপনি কি সঠিক পদ্ধতিতে ফোন চার্জ করছেন? অনেকেই এই ফোন চার্জ করার সময় কিছু ভুল করে থাকেন। সঠিকভাবে ফোন চার্জ না করলে চার্জারে আগুন লেগে যেতে পারে, অথবা ফোনের উপরও বিরাট প্রভাব পড়তে পারে।

এজন্য বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছেন। চলুন জেনে নেওয়া যাক। 

 

#স্মার্টফোনের জন্য সবসময় ভালো কোম্পানির চার্জার কিনুন। সস্তা চার্জারগুলোতে চার্জ যেমন ধীরে হয়, ঠিক তেমনই অতিরিক্ত গরমও হয়ে যায়। তাই যে ফোনই ব্যবহার করেন না কেনো, চেষ্টা করুন তার সেটির নিজস্ব চার্জার ব্যবহার করতে। এতে ফোনে কোনো খারাপ প্রভাব পড়বে না।

 

#চার্জারে যদি কোনো রকম সমস্যা দেখা দেয়, যেমন- চার্জার প্লাগে ফাটল বা আলগা কানেকশন, অথবা তারে চিড় ধরে যাওয়া। তাহলে প্রথমে সেটি ঠিক করে, তারপরে ব্যবহার করুন। না হলে চার্জার গরম হয়ে গিয়ে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা থাকে।

#ফোন সম্পূর্ণ চার্জ হয়ে গেলে চার্জার থেকে ফোনটিকে আলাদা করে দিন।

 

#অনেক সময় ফোন চার্জ হওয়ার পরেও অনেকে চার্জারটি প্লাগ-ইন করে রেখে দেয়। ১০০ শতাংশ চার্জ হয়ে যাওয়ার পরেই আনপ্লাগ করে দিন। এতে ফোনের উপর খুব বেশি চাপ পড়বে না।

 

আপনি যদি এই সব টিপস মেনে ফোন চার্জ দেন, তাহলে ফোন আর চার্জার দুটোই বহুদিন পর্যন্ত ভালো থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *