fbpx
গুগলের নতুন ফিচার

গুগলের নতুন ফিচার, কী সুবিধা মিলবে?

Last Updated on May 8, 2024 by Admin

বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। আর গুগলের রয়েছে অসংখ্য ফিচার। নিজদের ব্যবহারকারীদের জন্য প্রতিনিয়ত নতুন-নতুন ফিচার নিয়ে হাজির হচ্ছে গুগল। এবার গুগল ক্রোমে এসেছে নতুন ফিচার। এই ফিচার ব্যবহার করে এখন থেকে খুব সহজেই ওয়েবসাইট প্রি-লোড করতে পারবেন। এর ফলে আপনার সময় এবং কষ্ট দুই বাঁচবে। 

গুগলের এই বিশেষ অপশন আসছে ক্রোম ব্রাউজারে। সাধারণত অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ডিফল্ট অপশন হিসেবে থাকে ক্রোম ব্রাউজার। অর্থাৎ ফোনে আগে থেকেই ইনস্টল থাকে।

এছাড়াও ওয়েব ব্রাউজিংয়ের ক্ষেত্রে সবথেকে বেশি গুগল ক্রোমই ব্যবহার করা হয়। প্রতিদিন যদি এই ব্রাউজার ব্যবহার করে থাকেন, তাহলে নতুন ফিচারটি আপনার বেশ কাজে আসতে পারে। যেখানে কোনো ক্লিক না করেই লোড হয়ে যাবে ওয়েবসাইট।

অনেক সময় দেখা যায়, কোনো ওয়েবসাইট ওপেন হতে বেশ খানিকটা সময় খরচ হয়। দরকারের সময় যা বিরক্তির কারণ হতে পারে ব্যবহারকারীদের কাছে। তাই নতুন প্রিলোডিং ফিচার এনেছে গুগল।

এই প্রিলোডিং ফিচার গুগল ক্রোম ব্রাউজারে ওয়েবপেজগুলো ব্যাকগ্রাউন্ডে লোড করতে সাহায্য করে। কোনো ব্যবহারকারী তার ইউজার নেভিগেট করা শুরু করলেই সেই পেজ লোড হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে।

ব্যবহারকারীদের সার্চ হিস্ট্রির উপর ভর করে পরবর্তী কোন পেজ সে ভিজিট করতে তা অনুমান করে ক্রোম। বিশেষ অ্যালগরিদমের মাধ্যমে কাজ করে এই ফিচার।

অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে প্রিলোডিং অন করবেন যেভাবে-

প্রথমে স্মার্টফোনে ক্রোম ব্রাউজার ওপেন করুন। তারপর সেটিংসে যান। এবার প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি ট্যাবে ক্লিক করে প্রিলোড পেজ অপশনে ট্যাপ করুন। এখানে দুটি অপশন থাকবে-স্ট্যান্ডার্ড প্রিলোডিং এবং এক্সটেন্ডেড প্রিলোডিং।

পার্সোনাল কম্পিউটার এবং ডেস্কটপে প্রিলোডিং ফিচার অন করবেন যেভাবে-

কম্পিউটারে এই ফিচার চালু করার জন্য প্রথমে চলে যান গুগল ক্রোমের সেটিংস অপশনে। তারপর বামদিকে পারফরম্যান্স অপশনে ক্লিক করুন। এবার একটু নিচে স্ট্যান্ডার্ড প্রিলোডিং ও এক্সটেন্ডেড প্রিলোডিং দুটি অপশন আসবে। স্পিড সেকশনে এই অপশন দেখতে পাবেন। ইচ্ছা মতো অপশন সিলেক্ট করুন। ব্যাস।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *