বর্তমান সময়ে ছোট-ছোট ভিডিও সহজে তৈরি ও প্রকাশের সুযোগ থাকায় প্রায় তরুণদের কাছে ‘খুবই জনপ্রিয়’ অ্যাপস ‘টিকটক’। তরুণরা ছাড়াও নানা বয়েসী অনেকেই নিয়মিত বিভিন্ন বিষয়ের ভিডিও বানিয়ে টিকটকে প্রকাশ করেন। আবার একটা বিশাল শ্রেণির মানুষ সেটি দেখেন। প্রকাশ করা এসব ভিডিও টিকটকের ফিড স্ক্রল করে চালু করতে হয়। তবে, টিকটকের ‘অটো স্ক্রল’ নামে একটি সুবিধা রয়েছে। যে সুবিধা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে বা অটোমেটিক সব ভিডিও চালু করা যায়। অটো স্ক্রল চালু থাকলে একটি ভিডিও দেখা শেষ হলে, ফিডের এরপরে থাকা ভিডিওগুলো টাচ করে দেখতে হবে না। চলুন স্বয়ংক্রিয়ভাবে সব ভিডিও চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।
কিভাবে চালু করবেন
স্বয়ংক্রিয়ভাবে ফিড স্ক্রল সুবিধ চালুর জন্য টিকটক অ্যাপসে ঢুকে যেকোনো একটি ভিডিও চালু করতে হবে। এরপর চালু থাকা ভিডিওটি কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখতে হবে। ধরে রাখলে একটি পপআপ আসবে। পপআপে দেখানো অপশন থেকে ‘অটো স্ক্রল’ নির্বাচন করতে হবে। এরপর স্বয়ংক্রিয়ভাবে অ্যাপে স্ক্রল হয়ে একটির পর একটি ভিডিও চালু হবে।
কিভাবে বন্ধ করবেন?
অটোস্ক্রল সুবিধাটি বন্ধ করতে একইভাবে যেকোনো ভিডিও ট্যাপ করে কিছুক্ষণ ধরে রেখে পপআপে প্রদর্শিত অপশন থেকে ‘ম্যানুয়াল স্ক্রল’ নির্বাচন করতে হবে।