নিজেদের ব্যবহারকারীদের সুবিধার কথা চিন্তা করে আইওএস ও অ্যান্ড্রয়েড ডিভাইসের জন্য নতুন কিছু পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছে মেটার মালিকানাধীন প্রতিষ্ঠান হোয়াটসঅ্যাপ। জানা যাচ্ছে, এবার পরিবর্তন আসছে মূলত চ্যাট ডিজাইনে। ব্যবহারকারীদের আরও দুর্দান্ত চ্যাটিং সুবিধা দিতেই এ সিদ্ধান্ত।
চলুন জেনে নেয়া যাক কী পরিবর্তন আসছে-
– হোয়াটসঅ্যাপের ডার্ক মোড আরও অন্ধকার হবে। এতে ব্যাকগ্রাউন্ড আরও বেশি অন্ধকারাচ্ছন্ন করা হবে, ফলে এসএমএসের ফন্ট আরও সুস্পষ্ট হবে। পড়তেও সুবিধা হবে।
– শুধু ডার্ক মোড নয়, লাইট মোডের ক্ষেত্রেও আসছে পরিবর্তন, এখানে থাকবে অতিরিক্ত হোয়াইট স্পেস বা সাদা জায়গা।
– হোয়াটসঅ্যাপের লোগোর সবুজ রঙেও আসছে আংশিক পরিবর্তন।
– কনভার্সেশন বা চ্যাটস ট্যাবেও নতুন ডিজাইনের হোয়াটসঅ্যাপের লোগো আসবে।
– অ্যাপের আইকন ও বাটনের ডিজাইনেও চমক আসবে। তবে, কি ধরণের চমক সেটি অবশ্য এখনো প্রকাশ করা হয়নি।
– ব্যবহারকারীরা যাতে খুব সহজে প্রতিটি আইকন খুঁজে পান, যাতে কোনও সমস্যা না হয়, সেই কারণে বিশেষ হাইলাইট সুবিধা থাকবে।
শুধু এসব ফিচারই নয়। বর্তমানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের ফোনের স্ক্রিনের উপরের দিকে যে নেভিগেশন ট্যাবটি দেখা যেত, সেটি নিচের দিকে দেখা যাবে। সেই সাথে সার্চ বারের স্থানেও পরিবর্তন আসবে, যাতে তা দ্রুত ব্যবহারকারীদের দ্রুত চোখে পড়ে।