Discount service নিয়ে ব্যতিক্রমী উদ্যোগ ইকবালের-

Discount service একটি ব্যতিক্রমী উদ্যোগ ইকবাল হোসেনের।বাংলাদেশের অন্যতম ফাউন্ডেশান নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন এর কোর ভলেন্টিয়ার ও মডারেটর Md Iqbal Hossain সবসময় নিজেকে একজন উদ্যোক্তা হিসেবে তৈরী করতে চেয়েছেন।
২০১৩সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনায় অনার্স-মাস্টার্স শেষ করেও চাকুরির পিছনে না দৌড়ে বিভিন্ন সময় একের পর এক উদ্যোগ গ্রহন করেছেন কিছু কিছু কিছু ক্ষেত্রে সফলতা পেলেও বেশিরভাগই ব্যার্থ হয়েছেন ।

সেই ব্যার্থতাকে অভিজ্ঞতা হিসেবে নিয়ে আবার নতুন করে নতুন কিছু করা যায় কিনা ভাবতে থাকেন সবসময়

উনার নিষ্ঠা এবং পরিশ্রম দিয়ে এবার একটি সেবামূলক ওয়েবসাইট করেছেন,যা বাংলাদেশে এই প্রথম ।ওয়েবসাইট টির নাম হলো Discountservice24.com

এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ঘরে বসে অনায়াসে বাংলাদেশের যেকোনো প্রান্তের পণ্য এবং সেবার ডিসকাউন্ট সম্পর্কে জানতে পারবেন ।

এছাড়া যারা অনলাইন অথবা অফলাইন বিজনেসে সম্পৃক্ত আছে তাদের জন্য রয়েছে তাদের পণ্য ফ্রিতে মার্কেটিং এর সুযোগ।

Discount service ওয়েব সাইটে যে কোনো সেলার চাইলে তার প্রতিষ্ঠানের জন্য সেলার বা ভেন্ডর একাউন্ট খুলে পোস্ট করতে পারবে খুব সহজেই। সেই পোস্ট গুলো আবার সোশ্যাল সাইটগুলোতে শেয়ার করা যাবে। আবার চাইলে ডিল করেও বিক্রি বাড়াতে পারে বিক্রেতারা ।
কোন রেজিষ্ট্রেশন ফ্রি ছাড়াই রেজিস্ট্রেশন করা যাবে।
রেজিস্ট্রেশন করতে কোন টাকাই দিতে হয়না এমনকি সেল না হওয়ার আগে কোনো টাকাই লাগে না। তো আর দেরি কেন একটি সেলার একাউন্ট খুলে আপনার ব্যবসায়িক অগ্রযাত্রা কে আরো একধাপ এগিয়ে নিতে পারেন Discount service এর সাথে।
বিশেষ করে যাদের অনলাইন বিজনেস বা বড় কোন বিজনেস আছে আশা করি তাদের জন্য এই ওয়েবসাইটটি খুবই উপকারী।

চলুন ইকবাল হোসেনের কাজ থেকেই শুনি তার এই পথ চলার শুরু থেকে আজ পর্যন্ত।

জার্নিটা আজ থেকে দুই বছর আগের …
আমি অনলাইনে বা অফলাইনে যেকোনো কিছু ক্রয় করতে গিয়ে প্রথমেই দেখি কোথায় কম দামে পাওয়া যায় ।
যেহেতু আইটি তে কিছুটা দক্ষ সেহেতু অন্তত ভালোমানের ওয়েবসাইট গুলো দেখে
নিতাম ।আবার যখন ফাইনালি কিনতে যেতাম তখন আবার মোটামুটি দর কষাকষি করেই নিতাম । দিন শেষে আসলে অনেক সময় চলে যেতো এইভাবে ঘুরতে ঘুরতে ।

একদিন চিন্তা করলাম যে এমন কিছু করা যায় না, যেএক জায়গায় বসেই সব ডিস্কাউন্ট বের করা যাবে । চিন্তা করতে করতে এই Discount Service আইডিয়ার জন্ম ।
কিন্তু ভয় কাছ করছে এইটাতো বিশাল ঝামেলার কাজ এত সেলার , এত এরিয়ায় কিভাবে এত মানুষ সেটাপ করব কিছুই বুঝে উঠতে পারিনি । আবার হাতে কোন টাকাই ছিল না ।

ভাবলাম একটা ডোমেন রেজিস্ট্রেশন করে নিই । সেখানে ও পোহাতে হল আরেক ঝামেলা ভালো মানের এবং আইডিয়ার সাথে মিলে এমন ডোমেন পাচ্ছিনা যেগুলো পাই বাংলা ডোমেন । আমি বাংলায় চাচ্ছিনা আমার দরকার ইংরেজি ডোমেন এই বিষয়টি নিয়ে শেয়ার করলাম নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও ইস্কিল আইটির ফাউন্ডার তারেক ভাইয়ের সাথে তিনি বললেন ইংরেজি নাম দিন আপনার আইডিয়াটি বাংলাদেশ ছাড়াও চাইলে আন্তর্জাতিক ভাবেও কাজে লাগাতে পারবেন ।তাছাড়া SEO করতে গেলে সুবিধা পাবেন ।

কোন কিছু না বুঝেই ২০১৯সালের ২৮শে এপ্রিল এই সাইটের ডোমেন কিনে নিলাম । তখন পকেটে ছিলো মাত্র ২০০০/-।

যাইহোক এবার পালা ওয়েবসাইট ডেভেলপমেন্ট। কিন্ত হাতে কোনো টাকাই ছিলো না। কিভাবে কি করবো কিছু বুঝতেছিলাম না।

একদিন চিন্তা করলাম এই আইডিয়া যেহেতু নতুন
একটা প্রজেক্ট প্রফোজাল তৈরি করি দেখি কোন ইনভেস্টর পাওয়া যায় কিনা!!

কিন্তু ইনভেস্টর পেতে গেলে তাদেরকে পুরো কনসেপ্ট বোঝাতে হবে সেই কনন্সেপ্ট ও পুরোটা আমি সাজাতে পারিনি। তারপর ও বাই ফোনে কয়েকজনের কাছে চেয়েছিলাম তারা হাতে টাকা নাই বলে ফিরিয়ে দিলো।

যাইহোক আমি পিছনে ফিরে না তাকিয়ে মনোবল বৃদ্ধি করে পুরো আইডিয়াটি ভালো করে সাজালাম (সেইটাও পুরো ছিলো না) এরপর আমি একজন ডেভেলপার কে কনসেপ্টটা শেয়ার করলাম।

সে বলল Discount Service এর আইডিয়া অনেক ইউনিক ভালো করতে পারবেন। কোনো কিছু না বুঝেই তাকে বলল্লাম আপনি পারবেন করে দিতে?

তিনি বললেন পারব ইনশাআল্লাহ

আমি বললাম তাহলে আজকে থেকেই কাজ শুরু করে দিন ( তাকে যে কাজ দিবো পুরো কনসেপ্ট সাজাতে পারিনি)

যাইহোক তাকে কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছি
সেও করল যা করার।

এই ফাঁকে আমি খুজতে থাকি ইনভেস্টর!!
কোন প্লান নেই পরিকল্পনা নেই কে দিবে আমাকে টাকা!!

তো ছোটখাট ভাবেই একটা প্রফোজাল বানিয়েছি।
সেইটা কয়েকজনকে শেয়ার করলাম কেউ সরাসরি না করেনি। হাতে টাকা নেই বলে ফিরিয়ে দিয়েছে।

কিছুদিন পর পেলাম সেই কাংখিত ইনভেস্টর।

এরই মাঝে আমার প্রজেক্টের আরো নতুন কিছু ফিচার এড করলাম। ডেভেলপার ত মহা বিরক্ত কিছুদিন পরই নতুন ফিচার এড করতে বলি!!

আমার কি করা মানুষের জন্য সহজ করতে গিয়ে প্রথম অবস্থায় আমাদের কষ্ট করা উচিত।

এরই মাঝে নিজের বলার একটা গল্প ফাউন্ডেশনের ১০০০তম দিন প্রিয় গ্রুপের প্রতিষ্ঠাতা জনাব ইকবাল বাহার জাহিদ ভাইয়ার মাধ্যমে উদ্বোধন করলাম।

কিন্তু না ততক্ষনে আমার সাইট পুরোপুরি ঠিক হয়নি।

আবার একেবারে নতুন করে পুরো সাইট সাজালাম
এইভাবেই আরো প্রায় ৬ মাস চলে গেলো ।

এই ফাঁকে আমি বিভিন্ন জেলায় প্রতিনিধি নিয়োগ, ইন্টারন্যাশনাল কিছু ওয়েবসাইট ভিজিট, গ্রোথ হ্যাকিং মার্কেটিং কোর্স, সাইটের জন্য ভালো হয় এমন কাজে ব্যস্ত ছিলাম।

আলহামদুলিল্লাহ ২০২১ সালের এপ্রিলে গিয়ে পুরোপুরি রান করেছি।

এখনো আস্তে আস্তে নতুন ফিচার যুক্ত হচ্ছে পাশাপাশি এপ্সের কাজ চলছে ।

বিক্রেতারা ফ্রিতে রেজিষ্ট্রশন করে পন্যের বিক্রি বাড়াতে পারেন।
আর ক্রেতারা জানতে পারবেন কোন কোন পন্যের উপর ডিস্কাউন্ট চলছে।

More Discount More Enjoy এই ট্যাগলাইন ব্যবহার করে খুব অল্প দিনেই
ভালো সাড়া পাচ্ছি ।

আশা করি আপনারা আমার পাশে থাকবেন ।
আমাদের ফেসবুক পেজ লিংক Discountservice24

weblink: www.discountservice24.com

Linkedin Page: https://www.linkedin.com/company/discountservice24
Hotline: +88 09638 027 700

Freelancing Bangla Artical-ফ্রীল্যান্সিং কি এবং কিভাবে শুরু করবেন
ব্যবসা নাকি চাকরি?
Freelancing Bangla Artical-ফ্রীল্যান্সিং কি এবং কিভাবে শুরু করবেন
Interview Questions Bangla-ইন্টারভিউ বোর্ডের কমন প্রশ্ন – ৫০টি

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.