মানুষের আইডেন্টিটি নির্ধারনে যেমন আইডেন্টিটি কার্ডের নাম্বার, তেমনি একটি স্মার্টফোন শনাক্ত করতে প্রয়োজন হয় (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি)আইএমইআই নম্বর
যে সব শীর্ষ মোবাইল কোম্পানি ‘গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন’ (জিএসএম) ব্যবহার করে, তারা কয়েক সেকেন্ডের মধ্যেই হারিয়ে যাওয়া ডিভাইস খুঁজে পাওয়ার জন্য আইএমইআই নম্বরের ওপরেই নির্ভর করে।
আপনি যদি আপনার ফোনের আইএমইআই নম্বর জানেন, সেটি নানান পরিস্থিতিতে কাজে আসে। প্রতিটি ফোনের আইএমইআই নম্বরই আলাদা হয়।
ফোন হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে আইএমইআই নম্বরের মাধ্যমে ডিভাইসের অবস্থান সহজেই খুঁজে বের করা যায়। এ ছাড়া, ফোনের ওয়ারেন্টি দাবি করার সময়েও মোবাইল নির্মাতা কোম্পানি আইএমইআই নম্বর দেখেই সেটি দিয়ে থাকে। ফোন আনঅফিশিয়াল নাকি অফিশিয়াল সেটি বোঝার জন্যও আইএমইআই নম্বর প্রয়োজন।
জেনে নেওয়া যাক যেভাবে খুঁজে পাবেন স্মার্টফোনের আইএমইআই নম্বর–
ফোনের ডায়লার থেকে
ফোনের ডায়লার বা কল করার অপশন থেকেই আইএমইআই নম্বর পাওয়া যায়। এজন্য প্রথম মোবাইলের ফোন অ্যাপটি চালু করে ডায়লারে যান। এবার *#০৬# লিখে কল বাটনে ট্যাপ করুন।
এখান থেকেই ফোনের আইএমইআই নম্বরটি খুঁজে পাওয়া যাবে। এই পদ্ধতিটি আইফোন, অ্যান্ড্রয়েড ও অন্যান্য ফিচার ফোনেও কাজ করে।
এ ছাড়া আরেকটি পদ্ধতিতেও আইএমইআই নাম্ভার খুঁজে পাবেন। সেটি হল ডিভাইসের সেটিংস।
সেটিংস থেকে
এরজন্য অ্যান্ড্রয়েড ফোনে সেটিংস অ্যাপটি চালু করুন। এরপর ‘অ্যাবাউট ফোন’ অপশনে ট্যাপ করুন। এবার ‘আইএমইআই’ অপশনে ট্যাপ করেই নির্দিষ্ট ১৫ সংখ্যার নম্বরটি দেখে নেওয়া যাবে। আইফোনের ক্ষেত্র সেটিংস চালু করুন। ‘জেনারেল’ অপশনটি খুঁজে বের করুন। এবার ‘অ্যাবাউট’ অপশনে ট্যাপ করুন। নিচের দিকে স্ক্রল করে নিজের ‘আইএমইআই নম্বরটি খুঁজে নিন।
এ ছাড়া, ফোনের পেছনে স্টিকারে অনেক সময় আইএমইআই নম্বর থাকে। অনেক সময় নম্বরটি সিম ট্রেতে খোদাই করা থাকে। তাই সিম ট্রেটি খুলে দেখে নিতে পারেন সেখানে নম্বরটি লেখা আছে কিনা। এছাড়া ফোনের বাক্সেও আইএমইআই নম্বর।